Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে পুলিশের আগুন দিয়েছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশন এর ফেসবুক পেজে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর পুলিশের দেয়া আগুনে পুড়ে ছাই সাঁওতালপল্লী শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পর্যালোচনার পর দেখা যায় যে উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির সামঞ্জস্য রয়েছে। পাশাপাশি, ভিডিওটির শিরোনাম থেকে বোঝা যায় যে এটি গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে পুলিশ সদস্যদের আগুন দেওয়ার ঘটনার সাথে সম্পর্কিত।
মূলত আঁখ কাটাকে কেন্দ্র করে ৬ নভেম্বর ২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন এবং চারজন গুলিবিদ্ধ হন। পাশাপাশি, সাঁওতালদের ছোড়া তীরে ৯ জন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের বসতি উচ্ছেদ করে। এ সময় তাদের বসতঘরগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সুতরাং, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বসতিতে পুলিশের আগুন দেওয়ার পুরোনো ভিডিওকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।
Result: False
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- checkthis@newschecker.in. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

Rifat Mahmdul
February 18, 2025

Rifat Mahmdul
August 9, 2024

Rifat Mahmdul
April 25, 2024